জীবননগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮জুলাই) জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন প্রমূখ।
আরো পড়ুন=>> চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫ জনকে জেল ও জরিমানা
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পক কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিনসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মাসিক সাধারণ সভায় সকল দপ্তরের কর্মকর্তাগণ চলতি মাসের দাপ্তরিক কার্যক্রম তুলে ধরেন এবং আগামী মাসের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।