মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলোর হাতে মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সন্ধ্যার পর তার নিজ মেহেরপুর শহরের পন্টের ঘাট বাসভবনে উপস্থিত হয়ে মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক মেহেরপুর প্রেসক্লাবের কল্যাণ ফান্ড থেকে ২০ হাজর টাকা চেক প্রদান করা হয়।
আরো পড়ুন=>> আলমডাঙ্গায় মাদকসহ আটক-১
এ সময় আরো উপস্থিত ছিলেন মহসিন আলী আঙ্গুর সম্পাদক প্রকাশক মুজিবনগর ডট কম আলামিন হোসেন বাংলাদেশ টেলিভিশন গোলাম মোস্তফা চ্যানেল আই জিএফ মামুন লাকি আমাদের সূর্যোদয় রাশেদুজ্জামান চ্যালেন ২৪ মনিরুল ইসলাম বাংলাদেশের খবর বেনিয়ামিন মুক্ত খবরের কাগজ রোজিনা খাতুন এটিএন বাংলা এটিএন নিউজ প্রমুখ।