মেহেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কিশোরদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)’র আয়োজনে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পুলিশ নারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ তৌফিকা রহমান তিশার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতির খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নুপুর।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরদের উদ্দ্যেশ্যে রওশন জাহান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সব থেকে বড় ভূমিকা আজকের কিশোরদের। তারা আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। মাদক, জঙ্গিবাদ ও অসৎ সঙ্গে কিছু কিশোর-কিশোরী বিপদগামী হচ্ছে। সেখান থেকে বিপদগামীদের ফিরিয়ে আনতে হবে। বেশি বেশি বই পড়তে হবে।
আরো পড়ুন=>> ভরা বর্ষায় বৃষ্টির দেখা নেই: দুশ্চিন্তায় পাট চাষি
অন্যদের বক্তব্য দেন, জাস্টিস ফর চিলড্রেন এর বাংলাদেশ ন্যাশনাল এক্সপার্ট দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, মেহেরপুর মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া।
কর্মশালায় আরও বক্তব্য দেন মাদকাসক্তের দায়ে প্রবেশন থেকে ফিরে আসা কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী রাজু (ছদ্ম নাম)। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান (প্রসাশন), অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালিদ রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর ফেসদৌস ওয়াহিদ, সাংবাদিক আলামিন, মাহববুল হক পোলেন, রাশেদুজ্জামান, মর্তুজা ফারুক রুপক, বেন ইয়ামিন মুক্ত, ডালিম সানোয়ার, আল রাফিসহ মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।