দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজন সিনিয়র কনসাল্টেন্ট ডা ফজলুল হকের (অ:দা:) সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হযরত আলী।
আরো পড়ুন=>> মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান
দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা হোসনে মোবারক শিলনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আবু সায়েম, ইউনিয়ন পরিদর্শক মতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের পরিদর্শক, সহকারী পরিদর্শকসহ পরিবার পরিকল্পনা বিভাগের সকল ইউনিটে কর্মরত কর্মকর্তা, কর্মচারী বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: জামশেদ আলী। মাসিক সমন্বয় সভা শেষে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হযরত আলীকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সংবর্ধনা স্মারক ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
পরে পর্যায়ক্রমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত ৫ জনকে ও হাউলী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে শ্রেষ্ঠত্বের ক্যাটাগরিতে মনোনিত করা হয়।