ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

ঝিনাইদহে নয় দফা দাবি আদায়ে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (০২ আগস্ট) বিকেলে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেরণা একাত্বর চত্বরে গিয়ে সমাবেশ হয়।

পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরো পড়ুন=>> দুই মন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান সর্বকনিষ্ঠ এমপির

সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে, আন্দোলনকারীদের ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও শহরে প্রবেশে কড়াকড়ি অবস্থান নেয় জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *