শোকাবহ আগস্ট মাস উপলক্ষে প্রথম দিনেই শোক মিছিল করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাতবরণকারী পরিবারের সদস্য ও অন্যান্য সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোক মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি দলীয় কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোক মিছিলের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
আরো পড়ুন=>> আলমডাঙ্গায় মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতনের অভিযোগ
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগ এর সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা যুব লীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা’র সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা মহিলা আওয়ামী নেত্রী রিনা খাতুন, জাহানারা খাতুন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহ-সভাপতি সাহাবুল হোসেন, সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান লাল্টু, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, রাজু আহমেদ, ওয়ালিউর রকি, রেজুয়ান, ইমদাদুল হক আকাশ, মুন্না আজম, সারাফাত, রিয়ন, রিমন, শুভ, আসিফ, আমিম, নুরনগর বিএডিসি ফার্মের শ্রমিক নেতা আব্দুল মোমিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ।