ফের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। শনিবার (০৩ আগস্ট) দ্বিতীয়বারের মতো দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয়ের বাইরে ও ভেতরে ভাঙচুর করা হয়েছে। অফিসে থাকা চেয়ার, টেবিল, টিভি ও ড্রয়ার ভাঙচুর করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।
আরো পড়ুন=>> চুয়াডাঙ্গা চেম্বোর অব কর্মাসরে ভোট আজ
কয়েকটি টিন খুলে ফেলা হয়েছে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে মেইন গেটে গ্রাফিতি আর্ট করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।