সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আন্দোলনকারীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককেও যোগ দিতে দেখা গেছে।
এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। শনিবার (০৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের আরাপপুর এলাকা থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল শুরু করে। সেখান থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে তারা।
আরো পড়ুন=>> রাজপথে ইবি শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি
সমাবেশে থেকে বক্তারাা বলেন, ‘একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিনিয়ত গণগ্রেপ্তার করা হচ্ছে। শিশু-কিশোরদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা এসব হত্যার বিচার চাই।
সেই সঙ্গে আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।’ সেসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কে কয়েক শতাধিক পুলিশ সদস্য অবস্থান করে।