চীন সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে গতরাতে (১০ জুলাই) দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের চীন সফরে সরকার প্রধানের সফরসঙ্গী হয়ে চীনে যেয়ে ব্যস্ত সময় পার করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক ও তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা।
এর আগেও ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রায় ৬০ বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে বিভিন্ন দেশে গেছেন দিলীপ কুমার আগরওয়ালা। সেই ধারাবাহিকতায় এবারও চীনে যান তিনি।
আরো পড়ুন=>> চুয়াডাঙ্গায় দিনদুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই
এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এতে বাংলাদেশ ডেলিগেশনের স্বল্প সংখ্যক সদস্য অংশগ্রহণের সুযোগ পান যারমধ্যে দিলীপ কুমার আগরওয়ালাও ছিলেন।
এতে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সহযোগিতা নথিতে সই হয়। এর বেশির ভাগই সমঝোতা স্মারক। এসব নথিতে এশিয়ার এই দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দেওয়া হয়েছে।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে নথিগুলোয় সই করা হয়।
এছাড়া এসফরে চীনের ব্যবসায়ীক নেতৃবৃন্দসহ সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ব্যস্ত সময় পার করেছেন দিলীপ কুমার আগরওয়ালা।