চুয়াডাঙ্গায় মাদকসহ আটকের পর মাদক কারবারিদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা শহরের হকপাড়া থেকে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যলয় চুয়াডাঙ্গার সহকারী পরিচালক শিরীন আক্তারের তত্ত্বাবধানে ও পরিদর্শক নাজমুল হোসেন খানসহ, চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হকপাড়ার মৃত গোপাল শেখের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর আলী (৫৫) কে দেহ তল্লাশি করে ২শত গ্রাম গাঁজাহ আটক করেন।
এসময়, তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূ আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি কাজে বাধা প্রদান করাই আসামের স্ত্রী মমতা বেগম ও তার পুত্র শীতল কে আটক করেন।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম মঙ্গলবার (২ জুলাই) দুপুরে দিকে জেলা শহরের হকপাড়ায় অভিযান চালায়।
এসময় একই এলাকার মাদক ব্যবসায়ী মনসুর শেখকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড দণ্ডিত এবং আসামের স্ত্রী মমতা বেগম ও তার পুত্র শীতল কে সরকারি কাজে বাধা প্রদান করাই ১৫ দিনের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।