দামুড়হুদায় দুস্তঃ অসহায় উপকার ভোগীদের মাঝে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো আলী আজগার টগরের ২০২৩/২৪ অর্থ বছরের বরাদ্দের অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (৭ জুলাই) বিকেল ৪টার দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃকরিম, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ নেতা রকিবুল হাসান, শাহীন উদ্দিন, হেকমত আলী প্রমুখ।
দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের ৪৪ জন উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণকালে এমপি হাজী মো আলী আজগার টগর বলেন, বঙ্গবন্ধু কন্যা যখনি ক্ষমতায় থাকে তখনি দুস্ত ও অসহায় মানুষের কথা ভাবে। আজ তারই প্রতিফলন হিসেবে আপনাদেরকে আর্থিক অনুদান দেয়া হচ্ছে। আপনার জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।