আলমডাঙ্গা উপজেলায় ওসমানপুর মাদ্রাসা বাজার এলাকায় একটি সার ও কীটনাশক দোকানে অভিযান চালিয়ে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৮ জুলাই) দুপুর ২ টার সময় আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালোনা করা হয়।
সার ও কীটনাশকের প্যাকেট নকল করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ছানোয়ার হোসেন (৪২) কে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
নকল পণ্য জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। এ সময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তাসহ কৃষি পুলিশ সদস্যরা।