চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং জীবননগর থানা পুলিশ আটক করেছে আরো দুজনকে। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৬০ বোতল ফেনসিডিল।
সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার সময় জীবননগর থানার সেনেরহুদা গ্রামে অভিযান চালিয়ে নাগর হোসেন ওরফে রিপনকে (৩৪) এবং সকাল ৯ টায় একই এলাকার শাখারিয়া গ্রামে গোয়ালপাড়াগামী পিচ মোড়ে অভিযান চালিয়ে হাসিবুল ইসলাম বুদো (১৯) ও মিতুল মিয়া রাতুলকে আটক করা হয়।
আটক নাগর হোসেন ওরফে রিপন জীবননগর থানার সেনেরহুদা গ্রামের পশ্চিম পাড়ার মৃত মাহতাব মিয়ার
ছেলে। অপরদিকে হাসিবুল ইসলাম একই এলাকার নতুন পাড়ার মইদুল হক ও মিতুল মিয়া নতুন পাড়ার সদর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেফাউল হাসান সঙ্গীয় ফোর্সসহ জীবননগরের সেনেরহুদা গ্রামের পশ্চিম পাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় নাগর হোসেন এর বাসায় ৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
অপর দিকে জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) ইয়াসির আরাফাত সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানার শাখারিয়া গ্রামের গোয়ালপাড়া গামী পিচ রোডের মোড়ে অভিযান পরিচালনা করে হাসিবুল এবং মিতুলকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক তিনজনকে আসামী করে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।