মেহেরপুর সদর উপজেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রার্থীর আবেদনের সত্যতা যাচায়ে স্থায়ী অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানের সভাপতিত্বে বাছায়কালে অন্যদের মধ্যে বিআরটিএ’র এডি জাহাঙ্গীর আলম, পরিদর্শক জিয়াউর রহমান, এস আই প্রহলাদ, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ প্রমূখ।
আরো পড়ুন=>>
বিষক্রিয়ায় তিন গরুর মৃত্যু, কৃষকের ৬ লাখ টাকার ক্ষতি
উক্ত অনুসন্ধানে আলোচনায় উঠে আসে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা করে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অঙ্গহানি হলে ৩ লক্ষ টাকা এবং গুরুতর আহত হলে তাদেরকে ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করবে বিআরটিএ’র।