কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া ক্যাম্প। র্যাবের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রেফতারকৃত যুবকের নাম মো. বিপুল শেখ (২৮)। তাকে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচয় দেয়া হয়েছে।
আরো পড়ুন=>> যশোরে ‘জিন সাপ’ আতঙ্ক, হাসপাতালে ভর্তি ১০
র্যাব কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- একটি আভিযানিক দল সোমবার (৮ জুলাই) মধ্যরাতে কুষ্টিয়া সদরের ভাদালিয়া গ্রাম থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি মোবাইল ফোন এবং ২টি সিমকার্ডসহ মোঃ বিপুল শেখ (২৮)কে গ্রেফতার করে। বিপুল কুষ্টিয়া সদরের কমলাপুর গ্রামের হাবিল শেখের ছেলে।
র্যাব জানিয়েছে- বিপুল দীর্ঘদিন লোক চক্ষুর আড়ালে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়েছে।