হিজলগাড়ী ও বলদিয়ায় গ্রামে পাকা রাস্তা কাজের উদ্বোধনে এমপি টগর
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী টু কোটালী ও তিতুদহ ইউনিয়নের বলদিয়া বটতলা টু ছোটশলুয়া রাস্তা পাকা করনের কাজ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ টার দিকে ৯ কোটি ১২ লাখ ৭৫০ টাকা ব্যয়ে হিজলগাড়ী টু কোটালী এবং দুপুর ১২ টার দিকে ৪ কোটি ২১ লাখ ৬ হাজার ৯০১ টাকা ব্যয়ে বলদিয়া বটতলা টু ছোটশলুয়া রাস্তা পাকা করনের কাজ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বলদিয়ায় সংক্ষিপ্ত আলোচনা সভায় হারুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই এলাকায় পাকাকরণ কাজ শেষ হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
বর্তমান সরকার দেশে যে উন্নয়ন করেছে তা ইতিহাসে বিরল। এক যুগ আগেও এলাকার রাস্তাগুলোর ওপর দিয়ে যাওয়া যেতো না। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিলো। ক্ষমতায় আসার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। আজ পাকা রাস্তার কাজের উন্নয়নের মধ্যদিয়ে আপনাদের দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়েছে। নির্মাণ করা হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্রিজ, কালভার্ট-সেতু। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় বেড়েছে ব্যবসা বাণিজ্য। বিএনপি জামায়াতের সময় দেশে কোন উন্নয়ন হয়নি। হয়নি মসজিদ নির্মাণ।
আরো পড়ুন=>>
চুয়াডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন একমাত্র আওয়ামী লীগ সরকারকেই করতে দেখা গেছে। বড়শলুয়া কলেজ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে তারপরও আমি কলেজ করেছি। ডিগ্রি পর্যন্ত উন্নীত করা হয়েছে গ্রামের ছেলেমেয়েরা আজ বাড়ি থেকে ডিগ্রি পাশ করছে। গিরিশনগর হাইস্কুল ছিলো চালার মত সেখানে বিল্ডিং হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আগামী সাড়ে ৪ বছরের মধ্যে আমার নির্বাচনী এলাকার সব রাস্তা পাকা করা হবে ইনশাআল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিতুদহ ইউনিয়ন আ লীগের সভাপতি শুকুর আলি, চুয়াডাঙ্গা সদর উপজেলা ইঞ্জিনিয়ার আখতার হোসেন, তিতুদহ ইউনিয়ন আ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম মাস্টার, আ.লীগের নেতা শাজাহান আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন আ লীগের সভাপতি (একাংশ)আব্দুল মতিন খোকন, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজা,গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, আ.লীগ নেতা আবুল কাশেম মাস্টার।
আরো উপস্থিত ছিলেন এমপি মহোদয় এর বন্ধুবর কেরুর সাবেক উদ্ধর্তন কর্মকর্তা জনাব শাহাবুদ্দিন আহমেদ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, এমপি পুত্র মুনতাসির আজগার আকাশ, নবগঠিত নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হামিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, আব্দুল্লাহ, মীর মফিজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, রাসেল হোসে, সোহরাব, সাদেক, মজিবুল, অহিদ, আশরাফুল প্রমুখ।