চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪১ বোতল ফেনসিডিলসহ রাসেল (২৬) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে দশটায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল মিয়া চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আনোয়ারপুর গ্রামের হঠাৎ পাড়ার জামাল উদ্দীন (গাজী) এর ছেলে।
আরো পড়ুন=>> ঠাকুরপুর সীমান্ত থেকে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজকের খাসখবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হোসেন খান নেতৃত্বে বৃহস্পতিবার সকালে দর্শনার আনোয়ার পুর গ্রামে রাসেলের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এসময় বসতঘর তল্লাশি চালিয়ে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং আটক করা হয় রাসেলকে। এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিন বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন।