জীবননগর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিটপুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে চূয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে ৭নং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৬ টার দিকে গোয়ালপাড়া ক্লাব মোড় এলাকায় এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একরামুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান।
সীমান্ত ইউনিয়নে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ,সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা কমানো সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জীবননগর থানা পুলিশ এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব রকম অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করতে বিট পুলিশিং কার্যক্রম এক অনবদ্য অধ্যায়? বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত জানা সম্ভব হয়।
আরো পড়ুন=>> মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ আটক-১
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হয় । আমরা চাই সাধারণ মানুষ পুলিশের একজন প্রকৃত বন্ধু হয়ে সমাজে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।
সভাপতির বক্তব্যে জীবননগর থানার অফিসার ইনচার্জ তদন্ত একরামুল হোসেন বলেন, পুলিশি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে বিট পুলিশিং অগ্রণী ভূমিকা পালন করে। বিশেষ করে বিটপুলিশিং এর মাধ্যমে এলাকার দ্রুত অপরাধ দমন সেই সাথে অপরাধী সনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়াও জীবননগর থানা পুলিশ সর্বদা মাদকদ্রব্য ,জঙ্গিবাদ,, যৌতুক প্রথা ইভটিজিং ,সন্ত্রাস, গুজব ও যেকোনো ধরনের নাশকতা রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ সমাজে ঘটে যাওয়া যেকোনো ধরনের অপরাধের তথ্য দিয়ে পুলিশের পাশে থাকবে এটাই আমাদের আমাদের প্রত্যাশা।
৭নং নম্বর সীমান্ত ইউনিয়ন বিট অফিসার সাব ইন্সপেক্টর এস এম রায়হানের সার্বিক সহযোগিতায় ও জীবননগর থানার (এসআই) সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম ,এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর আলী, ইউপি সদস্য আরজাম হোসেন, সিরাজুল ইসলাম সহ প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়নের সর্বস্তরের গণমান্য ব্যক্তিসহ এলাকাবাসী।