আমঝুপি ইউপি উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা নির্বাচন অফিস মিলনায়তনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী এসময় সেখানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন=>> মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর বড়ো ছেলে সেলিম রেজা (মোটরসাইকেল), আমঝুপী ইউনিয়ন পরিষদের সাবেক তিন বারের চেয়ারম্যান মরহুম এনামুল হক কাদা মিয়ার মেজো ছেলে শফিকুল ইসলাম (ঘোড়া), শরিফুল ইসলাম (টেবিল ফ্যান), রেবেকা খাতুন (আনারস) এবং সোহেল রানা (চশমা) প্রতিক লাভ করেন।