চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ার পুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীর করণীয় বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১জুলাই) সকাল ১১ টায় ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মা অভিভাবকদের সমন্বয়ে বিদ্যালয়ের হলরুমে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা, নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি গ্রহণসহ শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব হালিম মিয়া। সভাপতি, আলিয়ার পুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়। উপস্থিত ছিলেন, জাকিরুল ইসলাম।
আরো পড়ুন=>> চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারা দেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রধান শিক্ষক আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন উপস্থিত আশরাফুল আলম (মিঠু) শিক্ষানুরাগী সদস্য, হারুন অর রশিদ অভিভাবক সদস্য, আবদুস সামাদ (সোহাগ) শিক্ষাুনুরাগী সদস্য, আফাঙ্গির আলম, অভিভাবক সদস্য রিনি বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, আসাদুর রহমান প্রতিষ্ঠাতা সদস্য, শফিউল্লাহ সাধারণ শিক্ষক সদস্য, খোদেজা খাতুন সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য, সামসুল হক সহকারী শিক্ষক, অভিভাবক আবদুস সবুর, শরিফুল, সাহাবুন, শপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম সপন প্রমুখ।