চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পরিবারের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে বাবুল মন্ডল (৩০) নামে এক যুবক। শনিবার (১৩ জুলাই) দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
নিহত বাবুল মন্ডল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মিশনপাড়ার মাইকেল মন্ডলের ছেলে। তিনি ইজিবাইক চালক ছিলেন।
আরো পড়ুন=>> জীবননগরের কৃতি সন্তান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফোবানার মিডিয়া কো-কনভেনর নির্বাচিত
এর আগে, শুক্রবার (১২ জুলাই) দুপুর ১২ টার সময় পারিবারিক কলোহের জের ধরে পরিবারের উপর অভিমান করে বিষপান করে বাবুল মন্ডল। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
শারিরীক অবস্থার উন্নতি না হলে শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, বিষ পানে এক যুবক আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত করার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।