মেহেরপুর জেলা মাদক পাচার প্রতিরো কমিটির সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।
আরো পড়ুন=>> পাখিভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী জিয়ারুল
অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আন্দুল্লাহ আল আমীন, জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, ডা. অলোক কুমার দাস, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত আহমেদ রত্ন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের ফজলে রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, ইফার উপ-পরিচালক সিরাজুম মুনির, মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মুন্সী রাশেদুল হক।