জীবননগর উপজেলার ১ নং উথলী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ১ নং উথলী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ১১০ জন চাষিদের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়। স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান।
আরো পড়ুন=>> মেহেরপুর জেলা মাদক পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মেদ প্রদীপ,প্যানেল চেয়ারম্যান মঈনুল হাসান মঈন, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু, আবু সায়েম বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আরমান আলী, আশরাফুল আলম রতন, ফরহাদ হোসেন, আব্দুস সাত্তার, আহাদ আলী, মহিলা সদস্য ফেরদৌসী বেগম, সায়েরা খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন প্রমূখ।