আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মাদরাসাপাড়ার শ্রী অসিত কুমারের ছেলে শ্রী দীপককে নিজ এলাকা থেকে ২ পিস ট্যাপেনটাডোলসহ আটক করে। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
আরো পড়ুন=>> কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ে করনীয় শীর্ষক মতবিনিময় সভা
অপর দিকে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার মহিউদ্দিনের ছেলে শাকিলকে (২৫) নিজ এলাকা থেকে ১০ পিস ট্যাপেনটাডোলসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপর দিকে, আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের ইউনুছ আলীর ছেলে আরিফুল ইসলামকে (২৭) নিজ এলাকা থেকে দুই পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।