ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তকাজ শুরু

চুয়াডাঙ্গার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তার আলীর বিরুদ্ধে

চুয়াডাঙ্গার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তার আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত রোববার ওই শিক্ষকের বিরুদ্ধে আজকের খাসখবর পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হবার পরেই ওই শিক্ষকের বিরুদ্ধে এই তদন্তের নির্দেশ আসলো।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান বলেন, সংবাদ প্রকাশের পরই উপজেলা শিক্ষা অফিসারকে ৭দিনের মধ্যে অর্থাৎ ৫ কর্মদিবসের তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন=>> মেহেরপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন

এই তদন্ত কার্য পরিচালনাকারী চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার লায়লা তাসলিমা নাসরিন বলেন, প্রকাশিত সংবাদটি আমলে নিয়ে ওই শিক্ষকের বিষয়ে তদন্ত কর?তে চিঠি করেছি। ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তার আলী (৪৮)-এর বিরুদ্ধে গত রোববার দুপুরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যৌন হয়রানির অভিযোগ করেন।

এনিয়ে আজকের খাসখবরে প্রতিবেদনও প্রকাশিত হয়। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষক গা’ঢাকা দেন। এবিষয়ে সেইসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কুমার শর্মা বলেছিলেন- মুক্তার আলী নামের আমার স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ক্লাস নিয়ে গিয়ে শ্রেণি কক্ষের মধ্যে ছাত্রীদের সাথে বিভিন্ন ধরনের অশ্লীল আচরণের অভিযোগ পেয়েছি।

বিষয়টি আমি উর্ধতনদের জানাবো। এর আগে বেশ কয়েকজন ছাত্রী তাদের গলায়, মুখে, বুকে, পেটেসহ স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ তোলে সহকারী শিক্ষক মুক্তার আলীর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *