চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের আয়োজনে কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশব্যাপি নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের সন্তানরা অংশ নেন। মুক্তিযোদ্ধা সন্তানরা শহীদ হাসান চত্বর থেকে বর্ণাঢ্য রালি শুরু করে জেলা প্রশাসক কার্যালয় এসে সমাপ্ত হয়।
এরপর মুক্তিযোদ্ধা সন্তানরা কোটা সংস্কারের জন্য জেলা প্রসাশক বরাবর স্মারক লিপি প্রদান করেছে। এসময় বক্তব্যে বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশব্যপি নৌরাজ্য সৃষ্টি করছে। কোটা সংস্কারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তিতে দেশব্যাপি নৈরাজ্যে সৃষ্টি করছে। মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে কোটা পদ্ধতি চালু রয়েছে।
আরো পড়ুন=>> বিটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি থেকে বাদ পড়লেন সমালোচিত রাজন রাশেদ
২০১৮ সালে প্রথম যখন ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী একটি পরিপত্রের মাধ্যমে সম্পূর্ণ কোটা ব্যাবস্থা বাতিল করেন। পরবর্তী পর্যায়ে এই কোটা ব্যাবস্থা বাতিলের বিরুদ্ধে হাই কোর্টে একটি রিট মামলা দায়ের করা হয়। মহামান্য হাই কোর্ট ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেছেন।
যেখানে আদালতে এই মামলা চলমান আছে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের নামে সারাদেশকে অচল অবস্থা সৃষ্টি করে চলেছে। মহান স্বাধীনতার নাম নিশানা মুছে ফেলার জন্য এই আন্দোলন করছে।
সাধারণ কোমলমতি ছাত্র/ছাত্রীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাই । আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা এই অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে রাজ পথে থেকে মোকাবেলা করতে বদ্ধপরিকর হয়ে থাকব।