বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচি পালন করেছেন যশোরের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও।
শুক্রবার (০২ আগস্ট) বিকেল ৩টার দিকে যশোর শহরতলীর পালবাড়ি মোড়ে জড়ো হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (যবিপ্রবি) বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আরো পড়ুন=>> ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ
এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল করে পুলিশ লাইন, গরীব শাহ্ সড়ক হয়ে শহরের মধ্যে প্রবেশ করে আন্দোলনকারী কয়েক শতাধিক শিক্ষার্থী। এর মাঝে বিকেল সাড়ে ৩টা থেকে যশোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়।
তবে বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের মধ্যে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও কড়া নজরদারি চোখে পড়ে। এমনকি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলকে ঘিরে নিরাপত্তা দিতে পুলিশের একাধিক টিমকে গাড়িযোগে টহল দিতে দেখা গেছে।