বৃহস্পতিবার মহেশপুর উপজেলার সামন্তা সিরাজুল ইসলাম পাবলিক পাঠক কেন্দ্রে পাঠক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল্লাহ কায়সার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি ও রাকসু’র সাবেক ভিপি বিশিষ্ট সমাজসেবক শাহীন চৌধুরী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল নূর ফাউন্ডেশন এর পরিচালক ও মহেশপুর ডায়াবেটিক সেন্টার এর চেয়ারম্যান ডা আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের পরিদর্শক মঈনউদ্দীন, গোপালপুর কলেজিয়েট স্কুল এর শিক্ষক আখেরুজ্জামান, সামন্তা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নাজমুল হক, সামন্তা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামিম আহমেদ, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরোয়ার হোসেন।
মতবিনিময় সভায় অতিথি রা লাইব্রেরির প্রয়োজনীয়তা নিয়ে মতামত প্রকাশ করেন। সেই সাথে কিভাবে স্হানীয় ছাত্র ছাত্রী ও সাধারণ জনগণকে লাইব্রেরির সাথে সম্পৃক্ত করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শাহীন চৌধুরী বই পড়ার সাথে সাথে পাঠাগার কেন্দ্রীক সামাজিক উন্নয়ন মূলক কাজের ব্যাপারে পাঠকেদের পরামর্শ প্রদান করেন
এ সময় পাঠকদের মধ্যে বক্তব্য রাখেন খালেদুর রহমান, মেহেদী হাসান, ক্যাডেট নাজমুস সায়াদাত।