ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের ট্যাংকের ভেতরে করে ৮১ বোতল ফেনসিডিল পাচারের সময় শাহীন (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার এ মাদক কারবারি মানিকগঞ্জ জেলার বাসিন্দা। গতকাল সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান। পুলিশ জানায়, হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি দল সোমবার দুপুরের দিকে উপজেলার নাওমারার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করছিল।
ওই সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহবশত পুলিশ তাকে আটকে রেখে তল্লাশি করলে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে অভিনব কায়দায় রাখা ফেনসিডিল দেখতে পায়। পরে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে কোর্ট হাজতে পাঠানো হবে।