বাংলা সনের নতুন বছর পড়তে না পড়তেই প্রচন্ড তাপদহে পুড়ছে পুরো চুয়াডাঙ্গা জেলা। গত এক সপ্তাহ যাবৎ দেশের সর্বচ্চ তাপমাত্রা রেকোর্ড করা হচ্ছে এই চুয়াডাঙ্গা জেলায় যা ৪১ অতিক্রম করেছে।
এই প্রচন্ড তাপদহে যেমন মানুষ অতিষ্ঠ জীবন যাপন করছে ঠিক এই সময় বিশুদ্ধ পানি সংকটে পড়েছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ। আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরে দেখা গেছে প্রায় প্রত্যেকটা বাড়ির টিউবওয়েলে পর্যাপ্ত পানি উঠছে না। অনেকক্ষণ ধরে টিউবওয়েল চাপ দেওয়ার পর অল্প পানির দেখা মিলছে। তাদের ভাষ্যমতে এখন এক গ্লাস পানি তুলতে যতগুলি চাপ দেওয়া লাগছে আগে এই চাপে এক বালতি পানি পাওয়া যেতো। প্রতিটা বাড়ির বৃদ্ধ ও ছোট সদস্যরা পড়েছে আরো বিপাকে এতো চাপ দিয়ে পানি উঠানো লাগছে যে তাদের দ্বারাই সম্ভব হচ্ছে না।
এই অঞ্চলের মাঠের ও একই চিত্র লক্ষ্য করা গেছে। সেচ কার্জে ব্যবহারিত পাম্প গুলোতেও পর্যাপ্ত পানি উঠছে না ফলে পাম্প গুলো ক্ষণে ক্ষণেই নষ্ট হয়ে যাচ্ছে এমনকি পানি পর্যাপ্ত না ওঠাই তেল খরচ দিগুন হচ্ছে সবমিলিয়ে একটা দুর্বিষহ জীবন যাপন করছে এই অঞ্চলের মানুষ।
বিশেষজ্ঞরা বলছে, এই প্রচন্ড তাপদাহের কারনে পানির লেয়ার নিচে চলে যাওয়াই এই অবস্থার সৃষ্টি হয়েছে পাশাপাশি তারা আরো জানিয়েছে পানি সাপ্লায়ের মেশিন নষ্ট হয়ে যাওয়াই আলমডাঙ্গা দিয়ে বয়ে যাওয়া জিকে ক্যানেলে দীর্ঘ দিন যাবৎ পানি নেই। যার কারনে সর্বখানে শুষ্ক অবস্থা বিরাজ করায় এরকম অবস্থা সৃষ্টি হতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে এরকম তাপদহ আরো ৩ দিন যাবৎ চলতে পারে।