আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়।
জানা গেছে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকাল ৮টার সময় আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তরিকুল ইসলাম উদ্বোধন করোন। ইউপি চেয়ারম্যান বলেন, আমি এই ইউনিয়নবাসীর অভিভাবক আমার ইউনিয়নের দুস্ত অসহায় মানুষের ভালো-মন্দ দেখার আমার। আমি যেন সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি।
আপনারা সকলেই আমার আমার জন্য দোয়া করবেন ইউনিয়ন বাসির জন্য আমার সেবার দরজা সব সময় খোলা থাকবে।
বরাদ্দকৃত ১৩ হাজার ৫শত ২০ কেজি চাউল জন প্রতি ১০ কেজি করে মোট ১হাজার ৩শত ৫২ জনকার্ড ধারীর মধ্য বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের সদস্যরা ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।