চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার শান্তিপাড়া থেকে আজিজুল হাকিম শিমুল (৩০) নামের একজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক শিরীন আক্তার এর নেতৃত্বে চঞ্চল হোসেন, মাফিজুর রহমান, সাইফুল্লাহ, আফরোজা খাতুন এর সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন পূর্বক রবিবার সন্ধা ৭ টার সময় দর্শনা থানার শান্তিপাড়ার আকরাম খাঁর ছেলে আজিজুল হাকিম শিমুল এর বাড়িতে অভিযান চালিয়ে একটি নীল রঙের জিপার যুক্ত পলির মধ্যে ১২৩ পিস অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক নাজমুল হোসেন খান মামলার বাদী হয়ে দর্শনা থানায় আটকৃত আসামীকে সোপর্দ করে বলে জানা গেছে।