কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের চাপড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন, মো. সবুজ (২১) ও বিপ্লব হোসেন (৪২)। সবুজ কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। বিপ্লব একই উপজেলার বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে সবুজ লাহিনীপাড়া থেকে সান্দিয়ারার দিকে যাচ্ছিলেন। আর বিপ্লব আরেকটি মোটরসাইকেল নিয়ে বিপরীত দিকে যাচ্ছিলেন। পথে চাপড়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় রাস্তায় ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় বিকেল ৩টার দিকে সবুজের মৃত্যু হয়।
আরো পড়ুন>> চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একজন হাসপাতালে অপরজন পথে মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।