চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে প্রায় ৭০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ি ও চরের মাঠে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
আগুনে প্রায় ৮০-৯০ বিঘা পানের বরজ ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। পাশাপাশি দুই গ্রামবাসী সহযোগিতা করছেন।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সেন্ট্রি হাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুন্ডুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।