জাফর জুয়েল: মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। তাই বছরের এই দুই ঈদ ঘিরে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের উৎস উদ্দীপনার কমতি নেই।
ধনী গরিব ও মধ্যবিত্ত সবাই চাই তার সাধ্যের সবটুকু দিয়ে আপনজনদেরকে খুশি করতে। এজন্যই যে কোনো উৎসব কে ঘিরে চলমান হয় অর্থনৈতিক চাকা। প্রত্যেকের অবস্থান থেকে সবাই চাই সাধ্যের চাঁদ টুকু ছুঁতে। তাই ঈদুল ফিতরকে সামনে রেখে আলমডাঙ্গার মুদি মনোহারি, শপিং মল, বিপনী বিতানসহ সব ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের ভাটা পড়ে যখন দেখি আমাদের সচেতনতার অভাবে পরিবেশ হচ্ছে বিপন্ন।
তেমনি একটি অস্বাস্থ্যকর, দায়িত্বজ্ঞানহীন পরিবেশের সৃষ্টি হয়েছে আলমডাঙ্গা জুতা পট্টি ও কাপড় পট্টির মধ্যে। এই মার্কেটগুলোর বিভিন্ন দোকানের সামনে পলিথিন, শপিং ব্যাগ, কাগজ, প্লাস্টিকের মোড়কসহ বর্জ্য হিসাবে পরিচিত পদার্থগুলো পড়ে আছে মানুষের চলার পথে।
এজন্য প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা। যা দেখার কেউ নেই। বিপন্ন পরিবেশ অসহায় মানবতা । এই সচেতনতার অভাব কি একটুও প্রশ্নবিদ্ধ করে না আমাদের বিবেক কে?