আলমডাঙ্গায় ঈদ সামগ্রী গ্রহণ করলেন আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা

গোলাম সরওয়ার সদু: আলমডাঙ্গায় প্রধানমন্ত্রী ঈদ সামগ্রী বিতরণ করলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদে মধ্যে উপহার হিসেবে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলার নারায়ণপুর ও খুদিয়াখালী আশ্রয়ণ প্রকল্পের ৯০ জন বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এছাড়া ৮ ভাসমান বেদে সম্প্রদায়ের পরিবারের নিকট এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

উপজেলা প্রশাসন সূত্র জানায় আলমডাঙ্গা উপজেলায় মোট ১১শত ১৩ জন দরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরূপ শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া হতদরিদ্র পরিবারের নিকট এসব খাদ্যসামগ্রী পৌছিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ খাবার পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রহমত আলী বলেন, ব্যাটারি চালিত পাখি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। পবিত্র রমজানকে ঘিরে আয়ের চাইতে ব্যায় বেড়েছে। দিনমজুর হিসেবে কাজ করে যে টাকা উপার্জন হতো,তা দিয়ে দুই মেয়ে ও ছেলে জন্য ঈদের পোশাক কেনার পর খাবার কেনার মত উপায় ছিল না। বর্তমানে তারা আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেয়ে খুশি।