সর্বমহলে প্রসংশিত হলেন দিলীপ কুমার আগরওয়ালা

চুয়াডাঙ্গায় মাসব্যাপী ফ্রি-ইফতার ও সেহরি বিতরণ

প্রথম রোজা থেকে মাসব্যাপী ফ্রি-ইফতার ও সেহরি বিতরণ করে রাজনৈতিক, সামাজিকসহ সর্বমহলে প্রসংশিত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা।

তারা দেবী ফাউন্ডেশনের তত্বাবধানে ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের পরিচালনায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই ফ্রি-ইফতার ও সেহরি বিতরণ পুরো মাসজুড়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন পয়েন্টে বিতরণ করা হয়। এই কার্যক্রমকে যুবলীগও সহযোগিতা করে। এ বিষয়ে দিলীপ কুমার আগর ওয়ালাবলেন, প্রতিবছরই আমি আমার মায়ের নামে প্রতিষ্ঠিত তারা দেবী ফাউন্ডেশনের তত্বাবধানে ফ্রি-ইফতার ও সেহরি কার্যক্রম মাসব্যাপী পরিচালনা করি।

সেই ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী এ কর্মসূচি পরিচালনা করলাম। কারণ আমি চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে। মাসব্যাপী ফ্রি-ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম নিয়ে সাধারণ মানুষসহ রাজনৈতিক ও সামাজিক মহলের ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তারা বলেন, দিলীপ কুমার আগরওয়ালা একটা ভালো কাজ করলেন। যা সত্যিই প্রশংসনীয় কাজ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদের পরিচালনায় ও তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলুর সমন্বয়ে মাসব্যাপী এ কার্যক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড আব্দুল মালেক, এড শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, এড মনিবুল হাসান পলাশ, ফেলু চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন। যা খুব জেলাজুড়ে প্রসংশিতও হয়েছে।