চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২জনকে জেল

মঙ্গলবার দুপুর ২ টার সময় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিক্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুই জনকে গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের মোবাইল কোর্টে উভয় আসামিকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা করে অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গার বিভাগীয় স্টাফদের সম্মনয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান করে।

এ সময় নুরনগর কলোনী মাঠের কামরুল এর লেবু বাগানে বসে থাকা অবস্থায় সদর উপজেলার নুরনগর কলনী পাড়ার নশকার আলী ছেলে রমজান আলী (৬০) ও সদর উপজেলার বেলগাছী ঈদগাপাড়া মৃত আলাউদ্দীন এর ছেলে রবিউল ইসলাম (৫২) উভয়ের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম করে গাঁজা পাওয়া গেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী দ্বয়কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন মোবাইল কোর্টে উভয় আসামি কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা করে অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *