ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি ধাক্কায় খিলাফত মণ্ডল নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খিলাফত মণ্ডল একই উপজেলার চন্দ্রজানী গ্রামের আফসার মণ্ডলের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ শহর থেকে একটি ইজিবাইকে যাত্রী নিয়ে হাটগোপালপুরের দিকে যাচ্ছিল খিলাফত মণ্ডল। পথে পাঁচমাইল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পুর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক খিলাফত মণ্ডলের মৃত্যু হয়। এছাড়া ইজিবাইকে থাকা তিনজন যাত্রী আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।