জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া-সান্দিয়ারা সড়কের প্রায় ৩ হাজার গাছ কাটার দরপত্র।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় গাছ কাটার প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া পানি উন্নয়ন বোর্ডের জিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সড়কে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে প্রায় ১০ বছর আগে কয়েক হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছিল উপজেলা বনবিভাগ।
দরপত্রের মাধ্যমে ২০২৩ সালে যদুবয়রা থেকে সান্দিয়ারা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের আনুমানিক প্রায় ১০ হাজার গাছ কাটা হয়েছে। চলতি বছরেও ওই সড়কের লাহিনীপাড়া থেকে বাঁধবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের প্রায় ৩ হাজার গাছ কাটা হয়েছে। আবারো নতুন করে এ ৩ হাজার গাছ কাটার প্রস্তুতি নেওয়া হয়েছিল।