আলমডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বার সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত) মুখোমুখি সংঘর্ষে টুটুল হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার আঞ্চলিক সড়কের খোরদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুল উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইখলাস উদ্দিনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মিলন ও আব্দুল কুদ্দুসের ছেলে জাবারুল।

স্থানীয়রা জানায়, টুটুল তার প্রতিবেশী জাবারুলকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত) গাড়িতে করে চুয়াডাঙ্গা শহরে গাড়ির যন্ত্রাংশ কিনতে যাচ্ছিলেন। পথে ভালাইপুর মোড়ে আলমসাধু গাড়িটি বিকল হয়ে যায়। পরে দু’জনে বাড়ি ফিরে আসেন। আলমসাধু গাড়ির মিস্ত্রিকে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে আবার মোটরসাইকেলযোগে তিনজন ভালাইপুর রওনা দেন। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের খোরদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও আলমসাধু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক টুটুল। গুরুত্বর আহত অবস্থায় জাবারুল ও মিলনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জাবারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া আজকের খাসখবরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। এর আগে আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।