ঝিনাইদহের শৈলকুপায় শরিফুল ইসলাম বাটুল (৪০) নামে এক শ্রমিককেক গাছে বেধে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গ্রাম্য শালিশে পরিকল্পিতভাকে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে শৈলকুপার শেখপাড়া গ্রামের সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাটুল শেখপাড়া গ্রামের তারাচাঁদ মন্ডলের ছেলে। সে হোটেল শ্রমিকের কাজসহ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
এলাকাবাসী জানায়, শরিফুল ইসলাম বাটুলের সঙ্গে একই গ্রামের তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে এ নিয়ে শালিশী বৈঠকের আয়োজন করা হয়। সেখানে মামাতো ভাইদের সঙ্গে বাটুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাটুলকে লাঞ্চিতসহ বাড়ির পাশে একটি গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এতে অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল মারা যান।
বাটুলের মা আছিরণ নেছা আজকের খাসখবরকে জানান, বকুল জোয়ার্দ্দার গ্রামের মাতব্বর। তার ডাকেই এ সালিশ ও পরিকল্পিতভাবে মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধূরী বলেন, শৈলকুপার শেখপাড়াতে বাটুল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাদক কারবারী ও শরীকদের মধ্যে জমি নিয়ে বিরোধে এটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা। মঙ্গলবার রাত পর্যন্ত থানায় কোন অভিযোগ না আসায় মামলা হয়নি।