চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ৪ জনকে মাদকসহ আটক করা হয়। মঙ্গলবার উপ-পরিদর্শক নাজমুল হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর মাঝের পাড়ার মৃত জলিল বিশ^াসের ছেলে আলিফ উদ্দিন (৩২) কে ১ কেজি গাঁজাসহ আটকরা হয়। আটকৃত আলিফকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত জহরুল আলীর ছেলে শাহিন (৪৫) কে ২ লিটার তাড়িসহ আটক করা হয়। আটকৃত শাহিনকে ১ মাসের কারাডণ্ড প্রদান করা হয়। দর্শনা থানার জাগর উদ্দিনের ছেলে রফিকুল (৪৫) এর নিকট থেকে ২ লিটার তাড়িসহ তাকে আটক করা হয়। আটকৃত রফিকুলকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অপর একটি অভিযানে দর্শনা থানার ঝাযাডাঙ্গা থেকে শহিদুল ইসলামের স্ত্রী নিকট থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদি হয়ে আটকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।