চুয়াডাঙ্গায় ৩শত ৬৬ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক-৩

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক আটক করা হয়। এর আগে অপর একটি অভিযানে আরো ২ জন কে আটক করা হয়। রবিবার পরিদর্শক নাজমুল হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

এ সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবু পাড়ার আব্দুস ছাত্তারে ছেলে রুবেল হোসেন (২৫) কে ৩ শত ৬৬ পিচ ট্যাপেন্ডাসহ আটকরা হয়। আটকৃত আসামীর বিরুদ্ধে সাহারা ইয়াসমিন উপ-পরিদর্শক বাদি হয়ে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


অপর একটি অভিযানে আলমডাঙ্গার রাধিকাগঞ্জের মৃত মকবুল হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (৪৫) তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অপর একটি অভিযানে আলমডাঙ্গার বকশিপুর থেকে আব্দুর রহিমের ছেলে মিলন (২২) কে আটক করা হয়। তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর কারাদণ্ড প্রদান করা হয়।