চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদরের দুটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।
আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শংকরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মহিউল আলম সুজন ও মাখালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা শপথ নেন।
নবনির্বাচিত চেয়ারম্যান দের শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে দুই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের কে শপথ গ্রহনের মাধ্যমে দ্বায়িত্ব ভার অর্পন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম আল আজাদ। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ আরো অনেকে। সঠিক ভাবে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার নিয়ে কাজ করার আহবান করেন সকল অথিতিবৃন্দ।
উল্লেখ্য,গত ৯ মার্চ চুয়াডাঙ্গার সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে মহিউল আলম সুজন, মাখালডাঙ্গা ইউনিয়নে ঘোড়া প্রতীকের বিশ্বজিৎ সাহা চেয়ারম্যান নির্বাচিত হন।
দীর্ঘ ১৩ বছর পর চুয়াডাঙ্গা সদরের এই দুটি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। পূর্বে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিলো। এই পরিষদ টিকে ভেঙ্গে অপর আরেক টি পরিষদ গঠন হয় যার নাম মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ। গত ৯ মার্চ নির্বাচনের মাধ্যমে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চশমা প্রতিকের প্রার্থী মহিউল আলম সুজন চেয়ারম্যান পদে নির্বাচিত হন। অপর দিকে নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোড়া প্রতিকের প্রার্থী শ্রী বিশ্বজিৎ কুমার শাহা চেয়ারম্যান পদে নির্বাচিত হন।