একদিনের জন্য আর্সেনালের কাছে সিংহাসন হারিয়েছিল লিভারপুল। সেই হারানো সিংহাসন উদ্ধার করতেও খুব বেশি বেগ পেতে হয়নি লিভারপুলকে। শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে একদিনের ব্যবধানে ফের প্রিমিয়ার লিগের শীর্ষস্থানের সিংহাসন ফের দখলে নিয়েছে অল রেডরা।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ম্যাচের ৪টি গোলই করে লিভারপুলের খেলোয়াড়রা। তবে লিভারপুলের স্কোরকার্ডে জমা হয় ৩ গোল।কারণ, বাকি ১ গোল ছিল আত্মঘাতী। ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন লিভারপুলের খেলোয়াড় কনোর ব্রাডলি।
লিভারপুলের হয়ে এদিন গোল করেন দারউইন নুনেজ (১৭), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (৭৬) ও কোডি গাফকো (৯০)। আর আত্মঘাতী গোলটি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা হজম করে ম্যাচের ৫৮ মিনিটে।
৩০ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭০। আর সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আর্সেনাল। আর এক সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।