ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট পারভেজ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৫ এপ্রিল) সকালে ওই উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারভেজ হোসেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মো.বিপুল ইসলামের ছেলে। সে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, সকালে চাচার সঙ্গে ট্রলিতে করে মাঠে যাচ্ছিল পারভেজ। পথিমধ্যে হঠাৎ ট্রলি থেকে পড়ে গিয়ে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।