গত বছরের ২৮ ডিসেম্বর প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন সৌদি প্রবাসী রিপন হোসেন (২৬)। এতদিন তার মরদেহ দেশটিতেই ছিল। তিন মাস পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) তার মরদেহ দেশে এসেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় রিয়াদ থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ট্রানজিট (রিয়াদ-কলম্বো-ঢাকা) কার্গো ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহ। সব প্রক্রিয়া শেষে মরদেহের কফিনটি হস্তান্তর করা হয়।
রিপন হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশাদুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রিপন। দেশটির রাজধানী রিয়াদের আল কাসিম ব্রুদা শহরের একটি কৃষি খামারে কাজ করতেন তিনি। রিপন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মোবাইলফোনে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গতবছরের ২৮ডিসেম্বর প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিপন।
রিপনের বন্ধুরা কাজ শেষে ঘরে ফিরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পাশে থাকা মোবাইলফোনে তারা একটি মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণ পান। কিন্তু রিপনের লিগ্যাল ডকুমেন্টস না থাকায় সৌদির সরকারি দাপ্তরিক কাজে মরদেহ পাঠাতে জটিলতা দেখে দেয়।
শুক্রবার (৫ এপ্রিল) রেমিট্যান্সযোদ্ধা রিপনের মরদেহ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে দাফন করা হবে বলে জানিয়েছেন ইউপি সদস্য আল আমিন।