ঝিনাইদহের মহেশপুরে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩টি চাকু, প্লাস্টিকের চাইনিজ কুড়াল ,খেলনা পিস্তল ও ট্রাভেল ব্যাগসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানা সূত্রে জানা গেছে, গভীর রাতে থানার এসআই দিবাকার মালাকরের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ভালাইপুর গ্রামের মুনছুর আলী ঠান্টুর বসত বাড়ী হতে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩টি চাকু, প্লাস্টিকের চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ট্রাভেল ব্যাগসহ তার ছেলে ওহেদুজ্জামান অপু (২২) ও কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপজেলার কাশিনাথপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মানিক ইসলামকে (২০) আটক করে।
মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার ভালাইপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মালামালসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি আরো জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার আটকৃতদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।