মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা ও বিক্রির ভাউচার দেখাতে না পারার অপরাধে তিন তরমুজ ব্যবসায়ীর নিকট থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে গাংনী পৌর এলাকার বড়বাজার ও পশু হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অর্থ দন্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন- গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামের জালাল উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে ৪ হাজার টাকা, মহিলা কলেজ পাড়ার আবুল হাশেমের ছেলে মনিরুল ইসলামকে ৫ হাজার টাকা ও বাজার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাশেদুল ইসলামকে ৫ হাজার জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, তরমুজ বিক্রির মূল্য তালিকা না থাকা ও বিক্রির ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৯ ধারা ভঙ্গের অপরাধে তিন জন তরমুজ ব্যবসায়ী তাদের দোষ স্বীকার করায় ১৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।